Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০২০

আইআরসি/ইআরসি নিবন্ধন ফি অনলাইন/ই-পেমেন্ট এর মাধ্যমে পরিশোধে “সোনালী পেমেন্ট গেটওয়ে” চালুর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-02-23

প্রেস বিজ্ঞপ্তি 

তারিখঃ ২৩/০২/২০২০, রবিবার  

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের সম্মেলন কক্ষে প্রধান নিয়ন্ত্রক জনাব প্রাণেশ রঞ্জন সূত্রধর মহোদয়ের সভাপতিত্বে গ্রাহক পর্যায়ে আইআরসি/ইআরসি নিবন্ধন ফি অনলাইন/ই-পেমেন্ট এর মাধ্যমে পরিশোধে “সোনালী পেমেন্ট গেটওয়ে” চালুর বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তার কার্যালয়, আইএফসি প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সোনালী ব্যাংক প্রতিনিধি জানান ই-চালান এর আওতায় “সোনালী পেমেন্ট গেটওয়ে” নামে সফটওয়্যারের মাধ্যমে অত্র দপ্তরের বিভিন্ন ফি নাগরিকগণ ক্যাশ অন কাউন্টার(ব্যাংক ব্রাঞ্চ), অনলাইন একাউন্ট ট্রান্সফার, মোবাইল ফিন্যনান্স সার্ভিস(বিকাশ, রকেট, ইউক্যাশ ইত্যাদি), ডেবিট/ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টার, এমেক্স, নেক্সাস ইত্যাদি) সহ অন্যান্য পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে প্রদান করতে সক্ষম হবেন। সভায় বাংলাদেশ ব্যাংক, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তার কার্যালয়, আইএফসি হতে প্রতিনিধিগণ তা সমর্থন করে OLM এর সাথে উক্ত সফটওয়্যার ইন্টিগ্রেশন করলে গ্রাহক পর্যায়ে তা সুফল বয়ে আনবে বলে মত প্রকাশ করেন।  সভাপতি বলেন, অনলাইন নিবন্ধন সুবিধা সৃষ্টি করে OLM (Online Licensing Module) চালু করা হয়েছে। এখানে সরকারী নিবন্ধন ফি অনলাইনে জমা প্রদানের সুযোগ সৃষ্টি করা গেলে তা গ্রাহকদের অনলাইন সেবা প্রাপ্তি আরো সহজতর করবে।