ঢাকা ১৭ এপ্রিল ২০১৯,
দেশের অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক বাণিজ্য সহজিকরণের লক্ষ্যে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের (সিসিআইএন্ডই) উদ্যোগে গত ১৬ এপ্রিল, ২০১৯ তারিখে “Strengthening the Regional Offices of CCI&E for Ease of Doing Business through OLM ( Online Licensing Module)” বিষয়ক দিনব্যাপী কর্মশালা সিসিআইএন্ডই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান নিয়ন্ত্রক জনাব প্রাণেশ রঞ্জন সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মফিজুল ইসলাম। কর্মশালায় সিসিআইএন্ডই আঞ্চলিক দপ্তরের কর্মকর্তাসহ বিডা, বিসিক, এফবিসিসিআই, ডিএসসিসি, বাংলাদেশ ব্যাংক, বেজা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর, আরজেএসসি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান নিয়ন্ত্রক জনাব প্রাণেশ রঞ্জন সূত্রধর বলেন, ব্যবসা-বাণিজ্য সহজিকরণের লক্ষ্যে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে ব্যবসায়িদের অনলাইনের মাধ্যমে সেবা প্রদানের জন্য বিশ্বব্যাংকের আইএফসি এর অর্থায়নে অনলাইন লাইসেন্সিং মডিউলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে কিছু সেবা OLM এর মাধ্যমে প্রদানে উদ্ভূত সমস্যাগুলো সমাধান করে শীঘ্রই সমগ্র বাংলাদেশে সম্পূর্ণরূপে চালু করা হবে। তিনি আরও জানান OLM চালু হলে ব্যবসায়িরা অনলাইনে ঘরে বসে সেবা গ্রহণের সুযোগ পাবে।
প্রধান অতিথি’র বক্তব্যে জনাব মোঃ মফিজুল ইসলাম বলেন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে তাদের সাথে সরকারী প্রতিষ্ঠানগুলোর দূরত্ব কমিয়ে আনতে হবে। বৈদেশিক বাণিজ্য সূচকে বাংলাদেশের অবস্থান উন্নয়নের জন্য ব্যবসায়িদের অনলাইনের মাধ্যমে ঘরে বসে সেবা গ্রহনের ব্যবস্থা করতে হবে এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে হবে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি রোধ সুচকেও নিজেদের অবস্থান ভাল করতে প্রত্যেকেই জাতীয় শুদ্ধাচার মেনে চলতে হবে। OLM ব্যবস্থা দ্রুত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিদের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলোকে সহযোগিতা প্রদানের আহবান জানান।
কর্মশালায় সিসিআইএন্ডই এর কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানসহ অনলাইন লাইসেন্সিং মডিউল এর মাধ্যমে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি, অনলাইনে আবেদন গ্রহণের ফলে সেবা পদ্ধতির পরিবর্তন, কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় নিয়ে উপস্থাপনার পর দলগত উপস্থাপনা, মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালায় টেকনিক্যাল বিষয়ে টেকনো হেভেন লিঃ এর জনাব মোঃ রুহুল আমিন আবেদন গ্রহণ ও নিষ্পত্তিকরণসহ সকল কার্যক্রমের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় অংশগ্রহনকারীগণ OLM সফলভাবে বাস্তবায়নে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
মোহাম্মাদ মাহমুদুল হক
উপ-নিয়ন্ত্রক
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর
ফোন: ০২-৯৫৫২৩৭৩