Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২০

আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেবা প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে সেবাগ্রহীতাদের অবহিতকরণ সভা


প্রকাশন তারিখ : 2020-10-08

প্রেস বিজ্ঞপ্তি

তারিখঃ ০৮/১০/২০২০ 

আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেবা প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে সেবাগ্রহীতাদের অবহিতকরণ সভা আজ (০৮/১০/২০২০) সকাল ১১ টায় অনলাইন প্লাটফর্ম (জুম অ্যাপস) এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধান নিয়ন্ত্রক জনাব প্রাণেশ রঞ্জন সূত্রধর। পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর জনাব দেওয়ান সাইদুল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ম্যানেজার জনাব আশিকুল ইসলাম,খুলনা মংলা প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, আঞ্চলিক কার্যালয় প্রধানসহ বিভিন্ন সেবাগ্রহণকারীগণ অংশগ্রহণ করেন। সভাপতি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেবাসমূহ সেবাগ্রহীতাদের অবহিত করা হয়। সভায় অনলাইন লাইসেন্সিং মডিউল(OLM) এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সেবাগ্রহীতাগণ দপ্তরের সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন এবং প্রধান নিয়ন্ত্রক মহোদয়ের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং সেবা প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেন। প্রধান নিয়ন্ত্রক জানান সেবা প্রধান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) সংশোধিত, পরিবর্ধিত ও আপডেটেড আকারে অচিরেই প্রকাশ করা হবে।