Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২০

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে Online Licensing Module (OLM) সেবা সম্পর্কে অবহিতকরণ কর্মশালার আয়োজন


প্রকাশন তারিখ : 2020-10-28
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে Online Licensing Module (OLM) সেবা সম্পর্কে অবহিতকরণ কর্মশালার আয়োজন
তারিখঃ ২৮/১০/২০২০
২৮ অক্টোবর ২০২০ তারিখে অনুষ্ঠিত Online Licensing Module(OLM) এর মাধ্যমে সেবা প্রদান সম্পর্কে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. মোঃ জাফর উদ্দিন, বাণিজ্য সচিব শুভ উদ্ধোধন ঘোষণা করেন। কর্মশালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), আইসিটি ডিভিশন, এটুআই, বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অনলাইন সেবা Online Licensing Module (OLM) সম্পর্কে সময়োপযোগী কর্মশালার আয়োজন করার জন্য সিসিআইএন্ডই’কে এবং আগত অন্যান্য অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি OLM সম্পর্কে তার নিজস্ব মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং এই অনলাইন সেবা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কর্মশালায় উপস্থিত সকলের মূল্যবান মতামত বা পরামর্শ প্রদানের অনুরোধ করেন।
কর্মশালার সভাপতি ও প্রধান নিয়ন্ত্রক জনাব প্রাণেশ রঞ্জন সূত্রধর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সিসিআইএন্ডই এর OLM সেবার বিস্তারিত তুলে ধরেন। সেবাগ্রহিতা কিভাবে আবেদন করবেন এ বিষয়ে তিনি website এ অনলাইনে বিস্তারিতভাবে প্রদর্শন করেন এবং বর্তমানে সিসিআইএন্ডিই এর সেবা প্রদানে চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। এছাড়াও নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ আওলাদ হোসেন Online Licensing Module (OLM) এর মাধ্যমে ওয়ার্কফ্লো মোতাবেক কিভাবে কর্মকর্তা/কর্মচারীগণ তা অনুমোদন করেন সে সম্পর্কে বিস্তারিত প্রদর্শন করেন এবং একটি সেবা অনুমোদন করে দেখান।
অত্র দপ্তরের প্রেজেন্টেশন শেষে সভায় উপস্থিতির অনেকেই তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
কর্মশালার সমাপনীতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ওবায়দুল আজম তার আলোচনায় অনলাইন সেবার বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই সেবা এগিয়ে নিতে এবং আরো বেগবান করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।