প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i প্রোগ্রামের আওতায় এ দপ্তরের ১টি সেবা সহজীকরণ করা হয়েছে। উক্ত সেবার নাম আমদানি নিবন্ধন সনদপত্র জারিকরণ। এ সেবার আওতায় দপ্তরের ওয়েবাসাইটে ডাউনলোড ফরম হতে আমদানি নিবন্ধন ফরমটি পূরণ করে দাখিলকরতঃ ট্রেজারী চালান যাচাই ও আবেদনের সাথে সংশ্লিষ্ট কাগজাদি সঠিক থাকা সাপেক্ষে মাত্র ১(এক)দিন ১২ ঘন্টা ২০মিনিটের মধ্যে আমদানি নিবন্ধন সনদপত্র ইস্যু করা হয়ে থাকে।